fbpx
আন্তর্জাতিকইউরোপএশিয়া

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় ভেটো দিতে পারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ

মার্কিন ম্যাগাজিন পলিটিকোর খবর

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন যে নিষেধাজ্ঞা প্রস্তাব তুলেছে তাতে ভেটো দিতে পারে জোটের সদস্য দেশ হাঙ্গেরি। মার্কিন ম্যাগাজিন পলিটিকো এ খবর দিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবে রাশিয়ার গ্যাস সেক্টরের ওপর ১৪ দফা বিধি নিষেধ আরোপ করা হবে যার কারণে রাশিয়ার কাছ থেকে ইইউভুক্ত দেশগুলোর পক্ষে গ্যাস গ্যাস আমদানি করা সম্ভব হবে না।

পলিটিকোর তথ্যমতে, গত সপ্তাহে ইউরোপীয় কমিশন রাশিয়ার এলএনজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে। এই পদক্ষেপের কারণে রাশিয়া থেকে আমদানি করা এলএনজি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কোথাও রপ্তানি করতে পারবে না।

তবে হাঙ্গেরি এই নিষেধাজ্ঞা প্রস্তাবের ব্যাপারে বিশেষ রক্ষণশীল অবস্থান নিয়েছে। পলিটিকো বলছে, গত সপ্তাহের প্রাথমিক আলাপ আলোচনায় হাঙ্গেরির রাষ্ট্রদূত হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, তার দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে কারণ এতে ইউরোপের বাজারে জ্বালানির দাম অনেক বেড়ে যাবে।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button