fbpx
বাংলাদেশঅপরাধ

রোহিঙ্গা ক্যাম্পে গ্রেনেড, আগ্নোয়াস্ত্রসহ আরসার চার সদস্য আটক

কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে হ্যান্ড গ্রেনেড ও ভারী আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, চারটি ওয়ান শুটার গান, একটি দেশীয় এমজি, চারটি হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে জেলার উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-১ বি-৭ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন-  আরসার শীর্ষ সন্ত্রাসী আমির হোসেন, জিয়াউর রহমান, সৈয়দুল আমিন ও মোহাম্মদ হারুন। তাদের মধ্যে আমির ও জিয়া ক্যাম্পের মাঝি আয়ুব হত্যায় সরাসরি জড়িত বলে দাবি করেছে পুলিশ।

এদিন বিকেলে ১৪-এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন খবরে ক্যাম্পে অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button