fbpx
বাংলাদেশঅপরাধ

এমপি আনার খুন: গ্রেফতার সিয়ামই কসাই জিহাদ

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় ভারতে গ্রেফতার সিয়ামের প্রকৃত নাম জিহাদ হাওলাদার। তিনি পেশায় কসাই। সিআইডির বরাতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

বিভ্রান্তিতে ফেলার জন্য নিজের নাম সিয়াম বলে শুরুতে পুলিশকে জানিয়েছিলেন জিহাদ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজের সঠিক নাম জানান তিনি। ২৪ বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইতে কয়েক বছর ধরে বসবাস করছিলেন জিহাদ, এ কথা জানায় সিআইডি।

দুই মাস আগে জিহাদকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন শাহীন ভূঁইয়া। এমপি আনার হত্যার ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেনের আলোচিত ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এই শাহীন ভূইয়া-ই কিলিং মিশিনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

আজ শুক্রবার (২৪ মে) দুপুরে জিহাদকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছে।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button