fbpx
রাজনীতিআওয়ামী লীগ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করার আহবান তথ্যমন্ত্রীর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য বিএনপিকে অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি। এতে করে তাকে অসম্মান করা হচ্ছে।

দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নতুন পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এ কথা শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন।

কোনো চিকিৎসক এখনও বলেননি খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে সরকার রহস্যজনক আচরণ করছে বিএনপির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভূমিকাই রহস্যজনক। আর সরকারের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশে যাতে খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা পান সেটা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button