fbpx
রাজনীতিআওয়ামী লীগ

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শনিবার সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

একদফার নামে বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ করে থাকতে পারে না। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করতে আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জরুরি যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় রোববার সারাদেশে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানা ওয়ার্ডসহ সারাদেশে প্রতিটি থানা ওয়ার্ডে সারাদিন প্রতিবাদ সভা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button