fbpx
বাংলাদেশউন্নয়নজনদুর্ভোগসরকার

চট্টগ্রামে নতুন করে আর বন্যার শঙ্কা নেই: ডা.এনামুর রহমান

বৃষ্টি কমে যাওয়ায় এবং পানি কমতে শুরু করায় নতুন করে আর বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (৯ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. এনামুর রহমান বলেন,টানা পাঁচ দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলা; কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা; বান্দরবানের রামু উপজেলা এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ির কিছু জায়গা মারাত্মকভাবে প্লাবিত হয়। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এ পরিস্থিতিতে মাঠ প্রশাসন, পুলিশ,ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন বৃষ্টি নেই। পানি কমতে শুরু করেছে। তাই নতুন করে আর বন্যার আশঙ্কা নেই।

তিনি বলেন, গত ৭ আগস্ট চট্টগ্রাম, বান্দরবান,কক্সবাজার, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১০ লাখ টাকা, ১০০ টন চাল ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠিয়েছি। আজ আমরা জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলাপ করে চকরিয়া,পেকুয়া, লোহাগড়ায় ১০ লাখ টাকা, ১০০ টন চাল ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠিয়েছি। সেখানে সেনা ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দুর্গত এলাকার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এবার পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে মা ও এক সন্তান মৃত্যুবরণ করেছে। এ ছাড়া পেকুয়ায় মাটিরঘর ধসে তিনজন মারা গেছে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। প্রধানমন্ত্রী সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আজও ফোন দিয়ে মানবিক সহায়তা বৃদ্ধি ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button