fbpx
বাংলাদেশআওয়ামী লীগবিএনপিরাজনীতি

বিএনপির কর্মসূচিতে কোনো নতুনত্ব নেই: তথ্যমন্ত্রী

‘রোড মার্চ কর্মসূচি দিয়ে বিএনপি তাদের নেতাদের চলে যাওয়া ঠেকাতে পারবে না। তাদের কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই। ’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নেতাদের চলে যাওয়া ঠেকানোর জন্য বিএনপি এখন রোড মার্চ দিচ্ছে। হয়তো ক’দিন পর আরও অন্য কর্মসূচি দেবে। এগুলো করেও বিএনপি থেকে নেতাদের সরে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন প্লাটফর্ম করা তারা ঠেকাতে পারবে না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি কিছুদিন পরপর নানা ধরনের কর্মসূচি দেয়। কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই। ক’দিন হাঁটা কর্মসূচি, ক’দিন বসা কর্মসূচি, ক’দিন গণমিছিল কর্মসূচি এগুলো গতানুগতিক। বিএনপিকে অনুরোধ জানাবো তাদের দল থেকে যে নেতারা চলে যাচ্ছে সেটি নিয়ে কিছু বলার জন্য।’

সংশ্লিষ্ট খবর

Back to top button