![ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৫৩ 1 2058cbdf5b9aee2bf145a20d7c8080e17c0ff07d8d82909d](https://banglatv.tv/wp-content/uploads/2023/08/2058cbdf5b9aee2bf145a20d7c8080e17c0ff07d8d82909d.jpg)
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ১৫৩ জন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ১ জন এবং ঢাকা সিটির বাইরের ৩ জন।
এ ছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৬৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৪৮৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০২ জন। এবছর মারা গেছেন ৮৭৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৫৯০ জন এবং ঢাকা সিটির বাইরের ২৮৯ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।