Uncategorized
নিউজিল্যান্ডকে ১৭২ রানের টার্গেট বাংলাদেশের

সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ; পাঁচ হাজার রানের ক্লাবে মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭১ রান তোলে বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৩ বল খেলে সব উইকেট হারিয়ে এই রান করেছে স্বাগতিকরা।
মাঠে নামার আগেই হাতছানি দিচ্ছিল মাহমুদউল্লাহ রিয়াদের মাইলফলকটা। পরিসংখ্যান জানাচ্ছিল তার নামের পাশে ছিল ৪৯৯৯ রান। কিউই পেসার লুকি ফার্গুসনকে কভারে ঠেলে দিয়ে সিঙ্গেলস পূরণ করতেই মাইলফলকটা ছুঁয়ে ফেললেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।