fbpx
বাংলাদেশআওয়ামী লীগআন্তর্জাতিকরাজনীতি

ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার, এটা নিয়ে বিচলিত হবার কিছু নেই বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে, নওগাঁর নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা তাদের দেশে কাকে যেতে দিবে আর কাকে যেতে দিবে না, তা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে কিছু করার নেই। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের কোন ঘাটতি নেই বলেও জানান তিনি।

সম্প্রতি বহুল আলোচিত ভিসা নীতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন আমেরিকা তাদের দেশে কাকে যেতে দিবে আর কাকে যেতে দিবে না তা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।

তিনি আরো বলেন, আমেরিকার ভিসা নীতি নিয়ে আমাদের বিচলিত হবার কিছু নেই। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের কোন ঘাটতি নেই। আগে যেমন ছিলো তেমনি আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশিল করে তুলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button