fbpx
বাংলাদেশআওয়ামী লীগবিএনপিরাজনীতিসরকার

বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না: ওবায়দুল কাদের

বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের জানান প্রধানমন্ত্রীর পদত্যাগ,তত্ত্বাবধায়ক সরকারসহ বিএনপি যে চারটি শর্ত দিয়েছে,সেগুলো প্রত্যাহার করা হলে,সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে ।সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন,দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button