fbpx
বাংলাদেশসরকারস্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৩ জন
রোববার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৩৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮২৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ১৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৩০ হাজার ২১৭ জন। মারা গেছেন ১ হাজার ১৬৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৩০ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৩৯ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button