রাজেন্দ্রপুর সেনানিবাসে প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যাস সেন্টারের মেজর হাসিব প্যারেড স্কয়ারে, ব্যাচ ২০২৩ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে যুক্ত হয়,নবীন সৈনিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া কমান্ডার লজিস্টিক মেজর জেনারেল মো: মঈন খান, এনডিসি,পিএসসি জিওসি।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সেরা রিক্রুট হওয়ায় সৈনিক আবু রায়হান প্রথম, সৈনিক হাসান কে দ্বিতীয় ও সৈনিক জুয়েল কে পুরস্কৃত করা হয়।এছাড়া সৈনিক আবু রায়হান সামরিক বিষয়ে, সৈনিক শারীরিক প্রশিক্ষণে, সৈনিক মেহেদী হাসান ড্রিলে এবং সৈনিক জোনাক আহমেদ ফায়ারিং এ শ্রেষ্ঠত্বের পুরস্কারপ্রাপ্ত হন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন ছাড়াও সামরিক কর্মকর্তাগণ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।