fbpx
বাংলাদেশআওয়ামী লীগনির্বাচনরাজনীতি

বিএনপি সন্ত্রাসী দল, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না: ওবায়দুল কাদের

বিএনপি সন্ত্রাসী দল, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘুরেফিরে তাদের পুরোনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে। এমন সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমিও বলছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন পণ্ড হওয়ার জন্য তারাই দায়ী। আমাদের কিছু করার নাই। বিএনপির কিছু নেতা এখন গুহায় আত্মগোপন করছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী দল। কাজেই আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপ নয়। আমিও বলছি, তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button