fbpx
রাজনীতিঅন্যান্য

জামায়াতের নিবন্ধন বাতিল বিষয়ে আপিল শুনানি ১২ নভেম্বর

হাইকোর্ট বিভাগের রায়ে নিবন্ধন অবৈধ করার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর লিভ টু আপিলের ওপর শুনানির জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ সোমবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী তানীয়া আমীর ও আহসানুল করীম। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান।

এর আগে, গত ১৯ অক্টোবর লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সভা, জনসভা বা মিছিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনটির শুনানির জন্য ৬ নভেম্বর দিন রেখেছিলেন আপিল বিভাগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button