fbpx
বাংলাদেশউন্নয়নসরকার

ডিএনসিসির স্মার্ট অন স্ট্রিট পার্কিং

যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং ঠেকাতে আধুনিক ব্যবস্থা ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ সেবার পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্মার্টফোনে অ্যাপের মাধ্যমেই জানা যাবে, কোন পার্কিংয়ে কয়টি গাড়ি আছে বা কি পরিমান জায়গায় ফাঁকা আছে সে তথ্য।

যেখানে সেখানে গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ। এ থেকে প্ররিত্রাণে নতুন এক ভাবনা নিয়ে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম চালু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

প্রাথমিকভাবে গুলশান এলাকায় নির্ধারিত ফি দিয়ে অ্যাপভিত্তিক স্মার্ট পার্কিং সুবিধা ব্যবহার করতে পারবে দুইশ গাড়ি। কোন পার্কিংয়ে কি অবস্থা, কয়টি গাড়ি আছে বা ফাঁকা, তা দেখা যাবে হাতের স্মার্টফোনের অ্যাপেই। আপাতত গুলশান-২ কাঁচাবাজারের আশপাশে ৫৮, ৬২, ৬৩, ৬৪ ও ১০৩ নম্বর সড়কে মিলবে স্মার্ট পার্কিং সেবা।

ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, স্মার্ট পার্টিং সেবা বিস্তৃতভাবে চালু হলে সুফল পাবে নগরবাসী।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকার যানজট নিরসনে সচেতন হওয়ার আহবান জানান। পুলিশের পক্ষ থেকেও রাজধানীর সড়কে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button