রাজনীতিআওয়ামী লীগ
৩০০ আসনে আওয়ামী লীগের ৩ হাজার ৩৬২ মনোনয়ন ফরম বিক্রি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।
এর মধ্যে শেষদিন মঙ্গলবার ৩৪৫টি মনোনয়ন ফরম বিক্রি ও জমা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, চার দিনে কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্ধারিত বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। আর অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন।
ফরম ক্রয় ও জমাদানের সময় মনোনয়ন প্রত্যাশীদের সাথে কর্মী সমর্থকদের খন্ড খন্ড মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় চত্বর।