আওয়ামী লীগরাজনীতি
বিএনপির অনেক নেতাই নির্বাচনে অংশ নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি নির্বাচনে না আসলেও তাদের অনেক নেতাই নির্বাচনে অংশ নেবে, তারা ভাগ হয়ে গিয়েছে- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির অনেকে তৃণমূল বিএনপি ও বিএনএফ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও যারা বাইরে আছেন তাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেবেন। বিএনপির অনেক নেতাকর্মী কেন্দ্রীয় কর্মসূচি মানতে পারছেন না, তারা সবাই নির্বাচনমুখী হয়ে গেছেন, সরকারের সঙ্গেও অনেকে যোগাযোগ করছেন।