রাজনীতিআওয়ামী লীগ
আওয়ামী লীগের রংপুর-রাজশাহী বিভাগের প্রার্থী চূড়ান্ত
সারাদেশের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করা হবে
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রংপুর ও রাজশাহী বিভাগের আসনগুলোর জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পিতবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় ওবায়দুল কাদের বলেন, রংপুর বিভাগের ৩৩টি আসন এবং রাজশাহী বিভাগে ৩৯টি আসনের দলের নির্বাচনী প্রার্থী মনোনীত করা হয়েছে, এতে বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পড়েছেন। সারাদেশের সব আসনে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।