Uncategorized
৯০ দেশের কূটনীতিকদের নির্বাচনী প্রস্তুতি জানালো বাংলাদেশ
৯০ দেশের কূটনীতিকদের সামনে বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি তুলে ধরলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে এক বিশেষ ব্রিফিংয়ে দেশগুলোর রাষ্ট্রদূত ও শীর্ষ কূটনীতিবিদদের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তিনি। এসময় পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিশ্বের উদ্বেগের কোনও কারণ নেই। পুরোপুরি উৎসবের মেজাজে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের প্রস্তুতি চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাররা উদগ্রীব হয়ে আছেন বলে জানান তিনি। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারমূলক ইস্যু এবং সমসাময়িক ভূরাজনৈতিক নানা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব।