রিয়াল মাদ্রিদের জার্সিতে রদ্রিগো সেরা ফর্মে আছেন বলা যায়। ২০১৯ সালে স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রথমবার টানা তৃতীয় ম্যাচে গোল করেছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। গতকাল রদ্রিগোর দুটি গোলের মাধ্যমে ৩-০ গোলে কাদিজের মাঠে জিতেছে মাদ্রিদ ক্লাব।
রিয়াল এক পয়েন্টে পেছনে ফেলেছে উড়তে থাকা জিরোনাকে। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেলো মাদ্রিদ ক্লাব। এক নম্বর স্থান পুনরুদ্ধার করতে সোমবার অ্যাথলেটিক বিলবাওকে ঘরের মাঠে খেলবে জিরোনা (৩৪)।
রিয়ালের লিড নিতে বেশি সময় লাগেনি। ১৪ মিনিটে প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায় ড্রিবলিং করে চমৎকার শটে জাল কাঁপান। কাদিজ আরও আগেই গোলের সুযোগ পেয়েছিল। রজার মার্তির প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলকিপার আন্দ্রি লুনিন।
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে নাপোলিকে স্বাগত জানাবে রিয়াল। আগেই তারা নকআউট নিশ্চিত করেছে। এখন গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পালা।