fbpx
বাংলাদেশআওয়ামী লীগজাতীয় নির্বাচনরাজনীতি

তিনশ আসনেই প্রার্থী আওয়ামী লীগের, সমঝোতা হলে জোটকে ছাড়: কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিনশ আসনেই প্রার্থী দিবে। তবে সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল সরকারের নেই, দলটি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে।

শরিক দলের মধ্যে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন,১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে পর্যবেক্ষণ করা হবে। সব কিছু ঠিক থাকলে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত হবে।

দলের মনোনিত প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মানতে, আওয়ামী লীগ সভাপতির নির্দেশের কথা  জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ, তবে কাউকে নির্বাচনে নিয়ে আসতে কোন প্রকার কৌশলে নেই সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button