পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ২ সেনাসদস্যসহ ৮ বাসযাত্রী নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি শহরে বাসের হামলায় এ ঘটনা ঘটে। এতে বাসে থাকা আরও ২৬ যাত্রী আহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরআগে শনিবার সন্ধ্যায় হামলাকারীরা বাসে গুলি চালায় এতে হতাহতের ঘটনা ঘটে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠি হামলার দায় স্বীকার করেনি। যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালানোর উদ্দেশ্যও এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, চিলাস শহরটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাছে গিলগিট বাল্টিস্তানের পার্বত্য অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে সন্ত্রাসী হামলা বেশ বেড়েছে। এর মধ্যে কিছু হামলার জন্য পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দায় স্বীকার করেছে।