দুই সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনও শেষ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ফিফটির সুবাদে কোনো মতে ১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান। জবাবে খেলতে নেমে ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসের টাইগারদের ১৪৪ রানের সুবাদে ১৩৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
দ্রুত কিছু রানের চেষ্টায় ছিলেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যানের জুটিকে বেশিদূর যেতে দিলেন না এজাজ প্যাটেল। বাঁহাতি স্পিনারের বলে বেরিয়ে এসে ছক্কার চেষ্টায় সফল হননি শরিফুল। তার ব্যাটের এড়িয়ে বল চলে যায় টম ব্লান্ডেলের গ্লাভসে। স্টাম্পিংয়ের সহজ সুযোগ কাজে লাগান তিনি।
৩৫ ওভারে ১৪৪ রানে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। নিউজিল্যান্ড পেল ১৩৭ রানের লক্ষ্য। মিরপুরে এতো কম রান ডিফেন্ড করার নজির নেই একটিইও। জিততে হলে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৮০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৪ ওভারে ১৩৬/৯
বাংলা টিভি/এএইচএমএফ