নির্বাচন
প্রার্থিতা নিয়ে ৫ দিনে ইসিতে ৫৬১ আবেদন
সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে ইসিতে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনে মোট ৫৬১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বেশিরভাগ আবেদনই যাচাই-বাছাইয়ে বাদ পড়াদের প্রার্থিতা ফেরত চেয়ে। এছাড়া কিছু বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্যও আপিল করেছেন অনেকে। রোববার থেকে এসবের শুনানি শুরু হবে। এদিকে ইসি সচিব জানিয়েছেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কোনো ছাড় নয়।
আপিল জমা দিতে আসা অনেক প্রার্থী এক শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। আপিল কার্যক্রমে শেষে শনিবার বিকেলে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।