fbpx
নির্বাচন

ঘূর্ণিঝড়ে স্থগিত ১৯টি উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ১৯টি উপজেলার ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি,র‌্যাব,পুলিশ,আনসার ভিডিপি গ্রাম পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া দুর্গত এলাকার ২০টি উপজেলায় আজ ভোট গ্রহণের কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গতকাল শেষ মুহূর্তে বাঘাইছড়ির নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button