fbpx
জাতীয় নির্বাচনআওয়ামী লীগরাজনীতি

২০ ডিসেম্বর সিলেট থেকে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০ ডিসেম্বর সিলেট থেকে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সেদিনই সিলেটে হবে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা।

বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের সাথে এক যৌথসভায় যোগ দিয়ে এসব কথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, এবারের নির্বাচন সংবিধান রক্ষা করার নির্বাচন। নির্বাচনবিরোধী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা আওয়ামী লীগের অঙ্গীকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button