fbpx
বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগরাজধানীরাজনীতিসরকার

বিএনপি এখন আন্ডারগ্রাউন্ড সংগঠনে পরিনত হয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী 

বিএনপি এখন পলাতক আন্ডারগ্রাউন্ড সংগঠনে পরিণত হয়েছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

সরকার বিএনপির অফিসে তালা দেয়নি। দলটিকে ধ্বংস করার জন্য এক তারেক রহমানই যথেষ্ট। যার জন্য রাজনৈতিক মনকষ্টে ভুগছে দলের নেতাকর্মীরা বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, বিএনপি মানবতার শত্রুর সংগঠন। যুক্তরাষ্ট্রেরসহ সব রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার ।

যাদের সাথে দূরত্ব ছিল তা ঘুচে গেছে বলেও জানান। এছাড়া, কেউ আগুন সন্ত্রাসের পরিকল্পনা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ।

সংশ্লিষ্ট খবর

Back to top button