fbpx
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ সামনে রেখে নেপিয়ারে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। নেপিয়ারে তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায়  বুধবার মাঠে নামবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। কিইউদের বিপক্ষে ওয়ানডে মিশন শেষে টাইগারদের লক্ষ্য এখন টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলা ম্যাকলিন পার্কে । বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২ টা ১০ মিনিটে শুরু হবে খেলাটি। ব্যাট-বলে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটারা। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে শক্তিশালী দল নিউজিল্যান্ড। অভিজ্ঞ ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও তরুণদের নিয়েই সিরিজ জিততে চান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে, প্রথম ম্যাচ থেকেই এই সিরিজে থাকছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউইদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। নেপিয়ারে প্রথম খেলা হবে ২৭শে ডিসেম্বর। বাকি দুটি খেলা হবে মাউন্ট মাঙ্গানুইয়ে ২৯ ও ৩১শে ডিসেম্বর।

সংশ্লিষ্ট খবর

Back to top button