fbpx
Uncategorized

ফের সংগঠিত হওয়ার চেষ্টা নব্য জেএমবির, বর্তমান প্রধান গ্রেপ্তার

নব্য জেএমবির,বর্তমান প্রধান মো. ইউসুফ ওরফে ইউসুফ হুজুর ও তার সহযোগী মো. জহিরুল ইসলাম ওরফে জহিরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

রাজধানীর ডেমরা এলাকায় গোপন বৈঠকের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন,নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটি আবারও সংগঠিত হয়ে হামলার পরিকল্পনা করছিল ।এ সময় নব্য জেএমবির মুখপাত্র পত্রিকা নাবা, ১০টি ডেটোনেটর,বেশকিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়।

সিটিটিসি প্রধান বলেন, আমাদের তথ্যের ভিত্তিতে তুরস্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার অনুসারী কয়েকজনকে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে শনাক্ত করেছিলাম। আমাদের ধারাবাহিক তৎপরতায় গত অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে অন্তত ৭-৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মাহাদীর বাংলাদেশের নেটওয়ার্কের বিষয়ে আমরা আগে থেকেই অবগত ছিলাম, এর ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button