fbpx
খেলাধুলাক্রিকেট

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা, অধিনায়ক মাহফুজুর

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের খেলোয়াড়দের নিয়েই দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। মাহফুজুর রহমানকে নেতৃত্বে রেখেই আজ ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচক হান্নান সরকার।

এশিয়া কাপ জেতা এ দলটা বাংলাদেশকে আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা এনে দেবে, এমন আশার কথাই শোনালেন হান্নান। তিনি বলেন, সবকিছু মিলিয়ে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো।’

এদিকে খেলোয়াড়দের ক্রিকেটীয় দক্ষতার চেয়ে মানসিকতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন দলের কোচ স্টুয়ার্ট ল।

অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, ‘আশা তো অবশ্যই বেড়ে গিয়েছে। আমাদের এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফুজুর রহমান (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব, পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ, ইকবাল হোসেন, ওয়াসি সিদ্দিকি ও মারুফ মৃধা। স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button