fbpx
জাতীয় নির্বাচনবাংলাদেশ

দেশজুড়ে ভোটগ্রহণ চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।  সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর, সকাল ৮টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা) ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সংশ্লিষ্ট খবর

Back to top button