জাতীয় নির্বাচনবাংলাদেশ
দেশজুড়ে ভোটগ্রহণ চলছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর, সকাল ৮টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা) ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।