আওয়ামী লীগ সরকার কূটনৈতিকভাবে কোনে চাপে নেই, বরং বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়েছে- বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আগামীতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করবে। আমাদের দেশের মানুষের সামর্থ্য বেড়েছে, সেজন্য তারা বিদেশে যায়। কেউ ভারতে যায় বেড়াতে, কেউ যায় চিকিৎসা করাতে আবার কেউ যায় পড়াশোনা করতে। সবকিছু মিলিয়েই গত ২৩ সালে তারা ১৬ লাখের বেশি মানুষকে ভিসা দিয়েছে। ভবিষ্যতে তারা এটাকে আরও সহজ করার কথা চিন্তাভাবনা করছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘বিএসএফ-বিজিবি সম্পর্কটা যেন আরও ভালো হয়, সে বিষয়ে বলা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য বলেছি। তারা সহযোগিতা করবেন বলে আমাদের জানিয়েছেন। তাদের সঙ্গে সম্পর্ক আরও কীভাবে ভালো করা যায়, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, বাউন্ডারি ক্রাইম, অরগানাইজ ক্রাইম এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয়… সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এগুলো নিয়ে সবসময় আমরা কথা বলে থাকি। ভারতের সাপোর্ট আমরা সবসময়ই পেয়ে থাকি।’
সামনে কী চ্যালেঞ্জ মনে করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই। আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুন্দরভাবে এগিয়ে চলছে। এটি কন্টিনিউ হবে।’
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তা, অর্থনীতি ও যোগাযোগসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আগামী পাঁচ বছর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।