বাণিজ্য মেলা শুরু কবে
আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে রোববার। মাসব্যাপি এ মেলার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গতবারের ন্যায় এবারও রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মিলবে এ মেলা। বাণিজ্য মেলার ২৮তম এ আসরে দেশি-বিদেশি ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য মেলা উদ্বোধনের কথা রয়েছে। ক্রেতা আকর্ষণে রংতুলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে স্টল-প্যাভিলিয়ন। মূল ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের ইজারা প্রক্রিয়া সমাপ্ত । বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা বলছেন, মেলা শুরুর আগেই শেষ হবে তাদের কাজ। ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা মেলায় অংশ নেবে। এছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। এরইমধ্যে অনেকে পণ্য সাজাতে শুরু করেছে তাদের স্টল আর প্যাভিলিয়নে।