fbpx
আবহাওয়া

দেশের ২২ জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

দেশের ২২ জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। হাঁড়কাঁপানো ঠান্ডায় কঠিন হয়ে গেছে প্রাত্যহিক জীবনযাত্রা। শীতের তীব্রতা কিছুটা মাঝে কমলেও, দেশের বেশিরভাগ এলাকা দিনভরই কুয়াশাচ্ছন্ন।

এরমধ্যে শনিবার থার্মোমিটারের পারদ নেমেছে সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। রংপুর ও রাজশাহী বিভাগ জুড়ে এবং যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তা কয়েকদিনে অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ক্রমাগত কুয়াশার পাশাপাশি কোথাও কোথাও হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতের দাপটে হাঁড়কাঁপানো ঠান্ডায় কঠিন হয়েছে গেছে জনজীবন। ঘরে কোনরকমে টেকা গেলেও, কাজের জন্য বাইরে গেলেই কনকনে হাওয়ায় বেগ পেতে হচ্ছে। ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন স্বল্পআয়ের খেটে খাওয়া মানুষেরা। নিরুপায় জীবনযাত্রায় বাধ্য হয়েই শীতকে উপেক্ষা করেই ছুটে চলেন তারা। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা।

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button