fbpx
বাংলাদেশমধ্যপ্রাচ্যসরকার

দেশে ফিরলেন সেনাপ্রধান

কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার)। তিন দিনের সরকারি সফর শেষে রোববার (১১ ফেব্রুয়ারি) তিনি দেশে পৌঁছান।

এর আগে কাতারে অনুষ্ঠিত ১৮তম এএফসি এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করেন এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, এ মাসের ৭ ফেব্রুয়ারি কাতারের অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানি’র আমন্ত্রণে দেশটিতে সফরে যান সেনা প্রধান শফিউদ্দিন আহমেদ।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button