fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

একনেক সভায় ১১ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মিশরের কায়রোতে চ্যান্সেরি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণসহ, মোট ১০ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরীর এনইসি সম্মেলন কক্ষে, একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায়, এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

প্রকল্প গুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ এবং বৈদেশিক অর্থায়ন ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা।

এছাড়া কায়রোতে, চ্যান্সেরি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণ ব্যয় ধরা হয়েছে, ১৬৫ কোটি ৯৭ লাখ টাকা। যা চলতি সময় থেকে, ২০২৭ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button