fbpx
খেলাধুলাক্রিকেট

নিজেদের ভুলগুলো বুঝতে পারছে জ্যোতিরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এবছরের চিত্রটা খুবই হতাশার। অস্ট্রেলিয়ার পর ভারতের সাথেও হতে হয়েছে হোয়াইট ওয়াশ। ফলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে নারী ক্রিকেটারদের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলছেন, প্রশংসা শুনলে ব্যর্থতাও মেনে নেয়ার ক্ষমতা থাকতে হবে ক্রিকেটারদের।

ভারতের বিপক্ষে গত বছরও সাদা বলের সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে সিরিজ হয়েছিল ড্র। দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মাঠের ক্রিকেটে। তবে এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রীতিমত উড়ে গেছে জ্যোতির দল।

খারাপ সময়ে তাই নিজেদের ভুল গুলোও চোখে পড়ছে ক্রিকেটারদের। তবে অধিনায়ক জ্যোতি বলছেন এসব মেনে নিতে পারাই ক্রিকেটারদের দায়িত্ব। “গত ছয় মাসে অনেক ছোটখাটো ব্যাপার আমরা ভালো করছিলাম, আর ভালো খেলার জন্য বড় ভুলও পুষিয়ে দেওয়া যাচ্ছিল। এখন সে ভুলগুলো চোখে পড়ছে। তবে এসব মেনে নেওয়াটা আমাদের দায়িত্ব। প্রশংসা শুনলে ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতাও থাকতে হবে।“

এই বছর বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জয় ভীষণ জরুরি ছিল বাংলাদেশের। সেটা না পেয়ে হতাশ জ্যোতি জানান এখন আর শেখার সময় নেই। “সবাই জেতার জন্য নামে। এখন আর শেখার সুযোগ নেই। এখন এসে যদি বলি যে শিখছি, তাহলে ভুল হবে। সবাই চায়, আমরাও চাই, মানুষও চায় যাতে জিতি। জেতার ওপরে কিছু নেই। হ্যাঁ, নতুন কিছু খেলোয়াড়ের জন্য শেখার সুযোগ ছিল এটি। কিন্তু আমরা যারা সিনিয়র আছি, তাদের জন্য একটা সতর্কবার্তা—রান করতে বা অবদান রাখতে না পারলে জায়গা ধরে রাখা কঠিন হবে।“

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button