জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
সিনিয়র দলের মতো জুনিয়র টুর্নামেন্টেও ওমান বাংলাদেশ হকি দলের এখন সমশক্তির প্রতিপক্ষ। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলের কেউই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশ। ২২ মিনিটে তাসিন আলী ও ২৪ মিনিটে জাহিদ হোসেন একটি করে গোল করেন।
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। ফলে বাংলাদেশ ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রকি। আগামীকাল বাংলাদেশের ম্যাচ নেই। পরশু বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
জুনিয়র এশিয়া কাপে দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। জুনিয়র এশিয়া কাপের শীর্ষ তিন দল জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।