fbpx
দুর্ঘটনা

গাজীপুরে ড্রাম ট্রাকচাপায় সাংবাদিক নিহত

শুক্রবার (৪ আগস্ট ) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কোট বাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সোয়া দশটার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালুভর্তি ড্রাম ট্রাক মঞ্জুর হোসেন মিলনের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফর কবীর বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ ঘটনায় ট্রাকচালক এবং মালিককে আইনের আওতায় আনা হবে।

মঞ্জুর হোসেন মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।

তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়াও গাজীপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

মঞ্জুর হোসেন মিলন বৈশাখী টেলিভিশন, দৈনিক যুগান্তর ও দৈনিক দিনকালে কাজ করেছেন।

নিহত সাংবাদিক মন্জুর হোসেন মিলন দুই মেয়ে, স্ত্রী  এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button