fbpx
বাংলাদেশঅর্থনীতি

এখনও ৪০ টাকার নিচে মিলছেনা কোন সবজি

৪০ টাকার নিচে মিলছেনা কোন সবজি। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবী সাধারণ মানুষের।

ভারত, পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের খবরে, দেশের বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।

গত কয়েকদিন ধরে উত্তাল পেঁয়াজের বাজার। বাজারে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ মজুদ থাকার পরও, হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় হতাশ সাধারণ মানুষ। দাম বাড়ানোর পেছনে সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা।

রাজধানীর শান্তিনগর খুচরা বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে। অন্যদিকে ভারতের পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা।

তবে উল্টো চিত্র রাজধানীর কারওরান বাজারে,এখানে ৬০ থেকে ৬৫ টাকায় দেশি আর ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অন্তহীন ক্ষোভ।

ভরা মৌসুমেও নানা অজুহাতে ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। তবে গত সপ্তাহের তুলনায় অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে।

অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল, চাল, ডাল, চিনিসহ বেশ কিছু নিত্য পণ্যের দাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button