fbpx
আইন-বিচারবাংলাদেশ

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে আদালতের অনুমতি লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে তবে সেটা আইনমন্ত্রী ভালো জানেন। আইনের বাইরে আমাদের মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে না।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে কোনও আবেদন করা হয়নি। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button