
অপরাজনীতি ও ষড়যন্ত্র বন্ধ করতে বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছে আওয়ামী লীগ।
রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়ে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতির কালো হাত জনগণ গুড়িয়ে দেবে। দেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, কারো ভিসানীতি বা নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ।
রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে অপরাজনীতি, নাশকতা, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়তে ৩৬ দিনের আল্টিমেটাম দেন দলটি নাশকতার রাজনীতি না ছাড়লে তাদের কালো হাত গুঁড়িয়ে দেয়া হবে।
তিনি বলেন, কারও ভিসানীর তোয়াক্কা করে না আওয়ামী লীগ। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
এসময়, নির্বাচনে না এলে বিএনপি খেলার আগেই হেরে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।