fbpx
আন্তর্জাতিকআওয়ামী লীগবাংলাদেশবিএনপিরাজনীতি

আগামী ৩৬ দিন বিএনপিকে মাঠে দাঁড়াতে দেয়া হবে না: ওবায়দুল কাদের

আগামী ৩৬ দিন বিএনপিকে মাঠে দাঁড়াতে দেয়া হবে না, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ভিসানীতিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে, এ নিয়ে মাথা ঘামানোর সময় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী ও ঢাকা মিরপুর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে, নেতারা এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, অন্য দেশে ভিসানীতি প্রয়োগের আগে আমেরিকা প্রশাসনকে নিজেদের দেশের বিরোধী দলকে সামলাতে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ ভিসানীতিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে, এ নিয়ে মাথা ঘামানোর সময় নেই বলে মন্তব্য করেছেন ।

সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি যদি আগুনসন্ত্রাস করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করে,তাহলে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button