রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল’ জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছেছে।
রাশিয়া থেকে আকাশপথে আনা এই ইউরেনিয়ম ঢাকা থেকে বিশেষ কার্গোভানে করে সড়কপথে পৌঁছায় পাবনা রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র। দুপুর ১টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ে সড়কপথে আজ শুক্রবার এই ইউরেনিয়াম পাবনায় নিয়ে আসা হয়। ইউরেনিয়াম পরিবহনের স্বার্থে আজ ভোর ৫টা থেকে ঢাকা-পাবনা-ঈশ্বরদী রুটে বাস চলাচল বন্ধ ছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার একটি উড়োজাহাজে ঢাকায় আসে এই জ্বালানি ইউরেনিয়াম। ঈশ্বরদীতে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার। বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা দুই হাজার ৪০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিটটি আগামী বছর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।