সাংবাদিক প্রীতম সাহা আর নেই
দৈনিক খোলা কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক প্রীতম সাহা সুদীপ মারা গেছেন। আজ বুধবার (১১ অক্টোবর) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান প্রীতম। প্রীতমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার।
প্রীতম দীর্ঘ ১৭ দিন মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে ছিলেন। খাদ্যনালির জটিল সমস্যার কারণে গত ২৪ সেপ্টেম্বর মিটফোর্ড হাসপাতালে প্রীতমের অপারেশন হয়েছিল। অপারেশনের আগে হাসপাতালের সাধারণ বেডে ছিলেন প্রীতম। এরপর শারীরিক অবস্থা বেশ খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রীতমকে দ্রুত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রীতমের।
প্রীতম রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। হাসপাতাল থেকে তার মরদেহ পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৮৮ সালের ১৫ অক্টোবর প্রীতমের জন্ম। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। প্রীতম মৃত্যুকালে স্ত্রী, বাবা-মা এবং ছোট দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।