fbpx
বাংলাদেশ

নির্বাচনী দায়িত্ব পালনে প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখার নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের

জাতীয় নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় অংশ নেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারগণ, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন দিকনির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সকলকে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে থেকে নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button