
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার।
আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, নভেম্বরের মধ্যেই যে কোন এক সময় তফসিল ঘোষণা করা হবে। এমনকি ভোটের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন এর পক্ষ থেকে নেওয়া হবে বলেও জানান তিনি।