আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিন দিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথে সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।
কর্মসূচি সফল করতে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে সাংগঠনিক জেলার দলীয় নেতাকর্মীদের অবরোধ সফলে নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ রয়েছে কর্মীদের প্রতি।
সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে। জানা যায়, ইউনিয়ন থেকে উপজেলা বা পৌর, উপজেলা বা পৌর থেকে জেলা বা মহানগর সদর এবং জেলা বা মহানগর সদর থেকে রাজধানীর সঙ্গে সড়ক, রেল ও নৌপথের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।
কর্মসূচি সফলে সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রাজপথ, নৌপথ, সড়ক-মহাসড়ক, রেলপথ-সর্বাত্মক অবরোধ চলবে। রাজধানীর সঙ্গে জেলার, জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে বিভিন্ন ইউনিয়নের যে মূল সংযোগ; অর্থাৎ মূল সড়কসহ সব সড়কে অবরোধ থাকবে। তেমনি রেল ও নৌপথগুলোয়ও অবরোধ হবে।
রিজভী বলেন, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির কারণে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একাদফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশে হামলা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত দলগুলোর গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের পর ওইদিন সন্ধ্যায় টানা তিন দিনের সর্বাত্মক অবরোধের কর্মসূচি দেয় বিএনপি, সমমনা দল ও জোট।
সোমবার সকালে এক প্রেস বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, ৩১ অক্টোবর (আজ), ১ ও ২ নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি হবে। দেশের বৃহত্তর স্বার্থে ঘোষিত অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য দলের সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ (নুর), বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।