fbpx
অপরাধ

বিস্ফোরক মজুদের অপরাধে যুবদলের দুই নেতা গ্রেপ্তার

উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক মজুদের অপরাধে যুবদলের দুইজন নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মুগদা যুবদল নেতা মো. বাবুল মিয়া ও মো. মাসুদ শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ৬ কেজি ১০০ গ্রাম বিস্ফোরক পাউডার, ১৫৭ বোতল ফেনসিডিল, ১টি ডিজিটাল পাল্লা, ১০টি মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button